ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কার্যাবলী:
স্খানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩০,৩১,৩২ও ৩৩ ধারায় ইউনিয়ন পরিষদের কার্যাবলী উল্লেখ রয়েছে। এ কার্যাবলী মূলতঃ পাচ ভাগে বিভক্ত যথাঃ ১। পৌর কার্যাবলী ২। পুলিশ ও নিরাপত্তা,৩। রাজস্ব ও প্রশাসন , ৪। উন্নয়ন ও দারিদ্র র্দরীকরন এবং ৫। বিচার । উপরোক্ত কার্যাবলী নিম্নে আলোচনা করা হলোঃ
১। পৌর কার্যাবলীঃ
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ৩০ ধারায় পৌর কার্যবলী বর্ণনা করা হয়েছে।পৌরকার্যবলী ২ ভাগে বিভক্ত বাধ্যতামূলক এবঙ ঐচ্ছিক । তবে বধ্যতামূলক ও ঐচ্ছিক কার্যাবলী ছাড়াও সরকার সকল বা নির্দিষ্ট কোন ইউনিয়ন পরিষদকে পৃথক কোন দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারে।
এছাড়া প্রচলিত অন্য কোন আইনের মাধ্যমে সরকার ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দিতে পারে। ইউনিয়ন পরিষদকে ১০টি বাদ্যতামূলক এবঙ ৩৮টি ঐচ্ছিক দায়িত্বাবলী দেয়া জয়েছে।
বধ্যতামূলক কার্যাবলীঃ
১। জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষনাবেক্ষন।
২। সরকারী স্বান, উন্মুক্ত যয়গার রক্ষনাবেক্ষন করা।
৩। পর্যটকদের থাকার ব্যবস্থা ও তা সংরক্ষন।
৪। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ , অপসারন ।
৫। অপরাধ ও বিপদজ্জনক ব্যবসা নিন্ত্রনকরন।
৬। পশু জবাই নিয়ত্রনকরন।
৭। ইউনয়নের দালান নির্মান ও পুনৰ নিয়র্মান করন।
৮। বিপদজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রনকরন।
৯। বিধবা, এতিম, গরীব ও দৃঃস্থ ব্যক্তিদের সাহায্যকরন।
১০। বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহন।
১১। পরিবেশ ব্যবস্থাপনার কাজ।
১২। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরন।
১৩। জেলা প্রশাসকের নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্যকরন।
২। পুলিশ ও নিরাপত্তাঃ
সরকার হেচেট বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রামীন এলাকার গ্রাম পুলিশ বাহিনী প্রতিষ্ঠা এবঙ তাদের নিয়োগ প্রশিক্ষন ও শিষ্ঠাচার নিয়ন্ত্রন এবঙ তাদের চাকুরীর শর্তাবলী নির্ধারন করবে। অধ্যাদেশের প্রথম তফশিলের ২য় অংশে গ্রাম পুলিশ বাহিনীর ক্ষমতা ও দায়িত্বাবলী নির্দিষ্ট করে দেয়া হয়েছে।
১। রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত এবঙ অস্রধারী দুস্কৃতিকারী দের বিরুদ্ধে জনমত গঠন করা।
২। নিজ নিজ এলাকার মধ্যে যাতে দুস্কুতিকারী ও অন্যান্য অপরাধীগন খাদ্য ও আশ্রয় না পায়।
৩। বে-আইনী অস্র উদ্ধারে সাহায্য করা।
৪। এলাকার গুরুত্ব পূণূ স্থানে পাহাড়ার ব্যবস্থা কর।
৫। নতুন লোকের অগমন ও চলাফেরা সম্পর্কে স্থানীয় সংশ্লীষ্ট কর্মকর্তাদের ৃঅবহিত করন।
৩। রাজস্ব ও প্রশাসনঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস