অত্র মাদ্রাসাটি নরসিংদী জেলার পলাশ উপজেলার ঐতিহ্যবাহী ডাংগা বাজারের প্রাণকেন্দ্রে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এই মাদ্রাসায় তিনটি পাকা ভবন আছে। ইহার ফলাফল সমেত্মাষজনক। ইহা বিগত ০১/০৩/১৯৮৭ইং তারিখ হইতে এমপিওভুক্ত হইয়া একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হইতেছে। মাদ্রাসাটির কোড নং-১১৪৫৯, EIIN-১১২৭৫৪ এবং এমপিও কোড নং-৩১০৩০২২১০২।
১৯৬৪ইং সনে সর্বপ্রথম ডাংগা হাফিজিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৮০ইং সনে সাবেক সংসদ সদস্য এড: দেলোয়ার হোসেন খাঁন সাহেবের উদ্যোগে ডাংগা আমত্মর্জাতিক ইসলামী মহা সম্মেলন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় তদানীমত্মন বাংলাদেশ মুসলিম ওয়েল ফেয়ার মিশন কর্তৃক উক্ত হাফিজিয়া মাদ্রাসাটি এবতেদায়ী মাদ্রাসায় এবং পরবর্তীতে দাখিল মাদ্রাসায় রম্নপামত্মরিত হয়। দেশ বরেণ্য বুজুর্গ আলস্নামা হাফেজ্জী হুজুর (রহ:) এর প্রসত্মাবে আশরাফ আলী খানভী (রহ:) এর নাম অনুসারে দাখিল মাদ্রাসাটির নাম রাখা হয় ডাংগা জামেয়ায়ে আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা। ১৯৮৩ ইং সনে অত্র দাখিল মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দাখিল দশম শ্রেণী পর্যমত্ম পাঠ দানের অনুমতি লাভ করে এবং বর্তমানে সরকারী স্বীকৃতি প্রাপ্ত মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত।
এড: মোঃ দেলোয়ার হোসেন খাঁন, সাবেক সংসদ সদস্য।
নিয়মিত ম্যানেজিং কমিটি, কমিটিতে মোট সদস্য সংখ্যা=১২ জন (দুই জন মহিলা সদস্য সহ),কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখঃ ০৮/০৩/২০১২ইং।
দাখিল | সাল | মোট পরীক্ষা সংখ্যা | উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা | পাশের হার |
২০০৯ | ৫৪ | ৫৩ | ৯৮% | |
২০১০ | ৫৫ | ৫৩ | ৯৬% | |
২০১১ | ৬২ | ৪৬ | ৭৪% | |
২০১২ | ৫৮ | ৪৮ | ৮৩.% | |
২০১৩ | ৫৬ | ৪৫ | ৮০.৩৬% | |
জে ডি সি | ২০১০ | ৫৭ | ৪৩ | ৭০.৪৯% |
২০১১ | ৯১ | ৮৩ | ৯১.১৯% | |
২০১২ | ১১১ | ১০৪ | ৯৩.৬৯% | |
প্রাথমিক সমাপনী | ২০১০ | ৬২ | ৩৬ | ৫৮.% |
২০১১ | ৬৯ | ৫৬ | ৮১.১৬% | |
২০১২ | ৬১ | ৪৯ | ৮০.৩৩% |
জাতীয় শিক্ষা সপ্তাহে দুইবার উপজেলা পর্যায়ে পলাশ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসাা হিসাবে পুরস্কার প্রাপ্ত হইয়াছে।
শিক্ষার গুনগত মান উন্নয়ন এবং কামিল সত্মর পর্যমত্ম পাঠ দানের
ঢাকা--সিলেট মহা সড়কের পাঁচদোনা মোড় হইতে বাস/সিএনজি যোগে এবং নদী পথে মাদ্রাসায় আসা যাওয়া করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস