১৯৩৯ সালে উক্ত বিদ্যালয়টি স্থাপিত হয়। অত্র বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর অদ্যবধি অত্যমত্ম সুনামের সহিত হাসানহাটার মাটিতে মাথা উচু করে স্বগৌরবে দাড়িয়ে আছে।
ঐতিহ্যবাহী ৪১নং ডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৯ইং সালে হাসানহাটার মাটিতে প্রাথমিক বিদ্যালয় হিসেবে তৎকালীন শিক্ষানুরাগী, জ্ঞানী গুনি ব্যক্তিদের অক্লামত্ম পরিশ্রমে হাসানহাটার মাটিতে জন্ম লাভ করে। জ্ঞানীগুনি ব্যক্তিদের মদ্যে মরহুম আসাদুজ্জামান সাহেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে বিদ্যালয়টিতে একটি অফিস ও আটটি শ্রেণীকক্ষ আছে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা জন। বিদ্যালয়ের ফলাফল ভাল। ছাত্র-ছাত্রীরা ফুটবল ক্রিকেট খেলায় বরাবরই অংশগ্রহণ করেছে এবং অত্যমত্ম সুনামের সহিত তার অবস্থান বজায় রাখছে।
২৩.০৩.২০১০ ইং তারিখে ১০ সদস্য নিয়ে কমিটি গঠিত হয়। এবং পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক।
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৮২%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৮১%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৮৩%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১২ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯২%
সুবিধাভোগী পরিবারের সংখ্যা ২১১ জন।
উপবৃত্তি ৪৫% শতাভাগ ভর্তি, শতভাগ পাশের হার ঝরে পড়ার হার হ্রাস।
শতভাহ উপস্থিতি শতভাগ ভর্তি, শতভাগ পাশের হার নিশ্চিত করা।
পলাশ উপজেলা থেকে ঘোড়াশাল হয়ে ডাংগা বাজার থেকে সিএনজি রিক্সা যোগ যোগাযোগ ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস